টানা পাঁচ দিন ধরে ভারী বর্ষণ চলছে বিহার এবং ঝাড়খন্ডে।এর ফলে অনেক নদীর জলে বইছে বিপদসীমার উপর দিয়ে।ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ এর জলস্তর বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে।
ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো অব্দি 50 হাজার কিউসেক জল ছেড়েছে।শুধুমাত্র মাইথন বাঁধ এর থেকে 47 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে,তার উপর ডিভিসি ব্যারেজ এর লক গেট খুলে দেওয়ার ফলে হাওড়া,হুগলি এবং বর্ধমানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এরপর আবার বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়বে,তাই হাওড়া হুগলি বর্ধমান এবং দুই মেদিনীপুরের সর্তকতা জারি করা হয়েছে।এমনিতেই বৃষ্টিতে নদীর জল বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে,তার উপর আবার বাঁধের জল ছাড়া হলে গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা।
No comments:
Post a comment