আগামিকাল থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন পালন করা হবে দার্জিলিং জেলার দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভায়। ওইসব এলাকায় বেশ কয়েকজন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের গতকালের পরিসংখ্যান অনুযায়ী চিন্তা বাড়াচ্ছে শিলিগুড়ি-সহ দার্জিলিং জেলা। এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬২১, গতকালই আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫২৮ জন।
রাজ্য সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয়দিনে পাহাড়েও ভালো সাড়া পড়েছে। এবার জিটিএ-সহ জেলাশাসকের ঘোষণায় রবিবার থেকে শুরু হচ্ছে পাহাড়ে লকডাউন। আজ শিলিগুড়ি পৌর কর্পোরেশনে করোনা সংক্রান্ত একটি জরুরি বৈঠকে এসে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম লকডাউনের বিষয়ে জানান ।
ওই তিন পুর এলাকার বাজারঘাট-সহ অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। আর খাদ্যপণ্যের গাড়িও চলাচল করবে। বাকি গ্রামীণ এলাকা খোলা থাকবে। তবে পাহাড়ের ৫টি বাজার বন্ধ থাকছে। এগুলি হল সুখিয়াপোখরি, পোখরেবং, সুকনা, তিনধারিয়া ও বিজনবাড়ি।
এদিকে, শনিবার লকডাউন কার্যত ফাঁকা শিলিগুড়ি । শহরের বড় রাস্তা থেকে অলিগলিতেও নেই মানুষের আনাগোনা । বেশ কিছু জায়গায় নজরদারি করতে আজ শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে ওড়ানো হয় ড্রোন । এখন থেকে প্রতি সপ্তাহে দু দিনই ড্রোন ওড়ানো হবে বলে জানা যাচ্ছে । এছাড়াও শিলিগুড়ি কর্পোরেশনের ৪৭টি ওয়ার্ড এবং পার্শবর্তী এলাকায় লকডাউন যেমন চলছে তেমনি চলবে । বেলা ১২ টা পর্যন্ত জরুরি পরিষেবার দোকান খোলা থাকার পাশাপাশি দুপুর ২ টো অব্দি খোলা থাকছে বিভিন্ন ব্যাংক।
No comments:
Post a comment