Trending

Monday, 27 July 2020

মিউজিক শুনে চলে এলো হরিন!!😱😱😱ইন্টারনেটে  আজকাল অনেক ছবি  আর ভিডিও ভাইরাল (Video Viral) হয়। কখনো হাতির খুনসুটি আবার কখনো মস্ত অজগর সাপের জন্য জঙ্গলের রাজা বাঘ মামার রাস্তা ছেড়ে দেওয়ার ভিডিও। এরকমই একটি ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে এক মহিলাকে বাদ্য যন্ত্রতে সুর তুলতে দেখা যাচ্ছে, আর সেই সুরে একটি হরিন  ছুটে ওনার কাছে চলে আসছে।

২৩ জুলাই রেডিটে একটি ভিডিও পোস্ট হয়। ওই এক মিনিটের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আমারি মিউজিক সেশন ডিজনি মুভিতে বদলে গেছে।” ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক মহিলা একটি জায়গায় বাদ্য জন্ত্রি বাজাচ্ছেন, আর ওনার বাজানো মিউজিক শুনে একটি হরিন নাচতে নাচতে ওনার দিকে ছুটে আসছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলার মিউজিক শুনে হরিনটি মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর দিকে ছুটে আসছে। ভিডিও দেখে এটা বোঝা যায় যে, ওই হরিন মহিলার বাজানো মিউজিক খুবই পছন্দ করছে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার খুবই ভালো লাগবে।

রেডিটে এই পোস্টটি ৩২ হাজারে বেশি মানুষ দেখে ফেলেছেন আর ৮০০ এর বেশি মানুষ কমেন্ট করেছে। সবাই এই ভিডিওটি দেখে বেশ আনন্দ উপভোগ করছে সেটাই বোঝাই যাচ্ছে।


My harp session turned into a Disney movie from r/harp

No comments:

Post a Comment