Trending

Saturday, 25 July 2020

সুশান্তের 'দিল বেচারা' দেখতে দর্শকদের ভিড়, ক্রাশ করে যায় 'হটস্টার'!


২৪ জুলাই, শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। আর শুক্রবার সন্ধে সাড়ে ৭টায় এই ছবিটি দেখতে বসেননি, এমন সিনেমাপ্রেমী দর্শক খুব কমই রয়েছেন। আর তাতেই নাকি ক্রাশ করে যায় 'হটস্টার'।

হটস্টার ক্রাশ করে যাওয়ায় ছবিটি দেখতে বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে। খোদ পরিচালক হনসল মেহেতাও 'হটস্টার ক্রাশ'-এর সমস্যায় ভুক্তভোগী। যেকথা নিজেই টুইট করে জানান হনসল মেহেতা। তবে শুধু হনসল মেহেতাই নন, এই সমস্যার কথা টুইটারে জানান অনেকেই। এক ব্যক্তি লেখেন, ''আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন ভগবানই এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলিতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।'' এভাবে আরও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।এদিকে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিতে IMDb রেটিংয়ে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। 'দিল বেচারা' ছবিটিকে IMB  রেটিংয়ে ১০\১০ দেওয়া হয়েছে। 

No comments:

Post a Comment